শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে এসে করোনা শনাক্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা। সেখানে করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) ব্রাজিল প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর প্রতিনিধি দলের অংশ কুইরোগা। বিবৃতিতে বলা হয়, তিনি ভালো আছেন। তবে দলের অন্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

এ দিকে কুইরোগা জানান, তিনি নিউইয়র্কে ১৪ দিন নিভৃতবাসে থাকছেন। দলের অন্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়ছেন না। এর আগে অন্য দেশ থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কায় প্রতিনিধিদলের কয়েকজন সফর বাতিল করেছেন বলেও জানান তিনি।

হৃদরোগ বিশেষজ্ঞ কুইরোগা ব্রাজিলের চতুর্থ স্বাস্থ্যমন্ত্রী, চলতি বছরের শুরুর দিকে তাকে নিয়োগ দেওয়া হয়।

কুইরোগার করোনা আক্রান্তের বিষয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এও জানান, জাতিসংঘ সদর দফতরে ‘কন্ট্রাক্ট ট্রেসিং প্রটোকল’ রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img