শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ছোট বোনের ইন্তেকালে হেফাজত মহাসচিবের শোক

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) এর ছোট বোন, হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আযহারীর আম্মা মোছাঃ মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

বুধবার (২২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) এর ছোট বোনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমা ছিলেন অত্যন্ত বুজুর্গ মহিলা। এই মহীয়সী নারী বিশিষ্ট আলেম মাওলানা যাকারিয়া (রহ.) এর সহধর্মিণী ছিলেন। তাঁর সন্তানরা সকলেই দ্বীনি অঙ্গনের সাথে যুক্ত। তার সাত সন্তানের পাঁচজনই হাফেজে কুরআন। এই মহীয়সী নারীর বড় সন্তান মাওলানা আনোয়ার শাহ আযহারী হাটহাজারী মাদরাসার উচ্চতর আরবী সাহিত্য বিভাগের প্রধান।

হেফাজত মহাসচিব বলেন, মরহুমা অসুস্থ থাকায় আল্লামা বাবুনগরীর ইন্তেকালের বিষয়টি তাঁকে জানানো হয়নি। মৃত্যুকালেও তিনি জানতে পারেননি যে, তাঁর ভাই আল্লামা জুনাইদ বাবুনগরী তাঁর আগেই মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন।

তিনি বলেন, আমরা দুআ করি ​মহান আল্লাহ মরহুমাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আমরা মরহুমার পরিবার-পরিজনসহ সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। দুয়া করি আল্লাহ যেন সকলকে সবরে জামিল দান করেন। আমীন।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ১১ টা পনেরো মিনিটের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর ছোটবোন মোছাঃ মাহমুদা বেগম। মরহুমা দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img