শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

এক লক্ষ সদস্যের সেনাবাহিনী গঠন করবে আফগান সরকার

এক লাখ সদস্য বিশিষ্ট একটি সুসঙ্ঘবদ্ধ ও প্রশিক্ষত সেনাবাহী গঠন করার ঘোষণা দিয়েছে আফগান সরকার। ইতোমধ্যে সেনাবাহিনী গঠনের কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

আফগান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খাওয়ারাজমি বলেন, যখন এ সেনাবাহিনী গঠন করার কাজ সম্পন্ন হবে, তখন তাদেরকে দায়িত্ব পালন করতে পাঠানো হবে।

মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকার আশরাফ গনির পতনের পর ওই সময়ের তিন লাখ পঞ্চাশ হাজার সদস্যের সেনাবাহিনীকে বাতিল করে দেওয়া হয়।

প্রশিক্ষত সেনাবাহিনী গঠনের বিষয়ে সমর সাদাত নামের সাবেক এক সেনা কর্মকর্তা বলেন, আফগানিস্তানের সেনাবাহিনীকে চৌকস হতে হবে। এ প্রতিরক্ষাবাহিনীকে সামরিক শৃঙ্খলা মেনে চলতে হবে। এ সেনাবাহিনীর সদস্যদেরকে সঠিক পোষাক ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আজিজ মুজাদ্দিদ বলেন, এ আফগান সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে আসবেন দেশটির সকল গোষ্ঠী থেকে। এছাড়া সাবেক যে সকল সেনারা তাদের পেশাদারিত্বের প্রমাণ রেখেছেন, তাদেরকেও এ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করতে হবে।

সূত্র : তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img