শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ওই বিষয়ে বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে এ প্রস্তাব গৃহিত হয়।

জানা যায়, বিধানসভায় কমপক্ষে দেড় ঘণ্টা ধরে আলোচনার পরে ভোটাভুটির দাবি জানান বিরোধী দলনেতা ও হিন্দুত্ববাদী বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। ভোটাভুটি হলে শাসকদলের প্রস্তাবের পক্ষে ভোট দেন ১১২ জন বিধায়ক। অন্যদিকে, বিরোধী দলের পক্ষে ভোট পড়ে ৬৩। এরফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনা বিএসএফের সীমান্ত এলাকা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে ওই প্রস্তাব পাশ হয়ে যায়।

এ বিষয়ে হিন্দুত্ববাদী বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, প্রয়োজনে এই বিএসএফের এখতিয়ার বৃদ্ধির সীমা ৮০ কিলোমিটার করা হোক। সংবিধানের ১৬৯ ধারায় এই প্রস্তাব পাশ হলেও, তার কোনও মূল্য নেই।

এ প্রসঙ্গে বিধানসভায় পরিষদীয় নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ১৫ কিলোমিটার থেকে সীমান্ত নজরদারির এলাকা বৃদ্ধি করে ৫০ কিমি করার যে চেষ্টা তা বিএসএফ আইনের বিরোধী, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে। রাজ্যের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই সীমা ১৫ কিমি থেকে ৫০ কিমি করা হয়েছে। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষা রাজ্যের ব্যাপার। যেকোনও অপরাধের তদন্ত করার অধিকার একমাত্র রাজ্য পুলিশের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img