শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারতকে ধর্মীয় রাষ্ট্র করতে চায় হিন্দু মহাসভা

ভারতকে ধর্মীয় রাষ্ট্র করতে চায় দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সর্বভারতীয় হিন্দু মহাসভা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) এক বক্তব্যে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সহ-সভাপতি অশোক শর্মা এই কথা বলেন।

মুসলিমদেরকে হিন্দু ধর্মাবলম্বীদের ‘ওম’ পতাকার নীচেও নামাজ পড়তে হবে বলে মন্তব্য করেন হিন্দুত্ববাদী এই নেতা।

তিনি বলেন, আমরা ধর্মীয় রাষ্ট্র চাই। মুসলিমরা এ দেশে থাকুক। ৫ বারের পরিবর্তে ২১ বার নামাজ পড়ুন। কিন্তু আপনি পড়বেন শুধুমাত্র ‘ওম’-এর পতাকার তলায়। এখানে চাঁদ-তারার নীচে নামাজ চলবে না।

উগ্র হিন্দুত্ববাদী নেতা অশোক শর্মা বলেন, আমরা মীরাট জেলা থেকে ‘প্রতিমা’ স্থাপনের কাজ শুরু করেছি, এই কার্যক্রম চলবে। মীরাটের পরে, গোয়ালিয়রেও গডসে এবং আপতের ভাস্কর্য স্থাপন করা হবে। নারায়ণ আপতের ‘মূর্তি’, যা গোয়ালিয়রে সম্পন্ন হয়েছে, তা আমাদের জাতীয় সভাপতির নির্দেশে গোয়ালিয়রে স্থাপন করা হবে।

ভারতের জাতির জনক গান্ধীজির হত্যাকারী ছিলেন নাথুরাম গডসে। গান্ধী হত্যার দায়ে গডসে ও তার সহযোগী নারায়ণ আপতেকে তৎকালীন সময়ে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আর সেই গডসে ও নারায়ণ আপতের মুর্তি রাস্তার পাশে স্থাপন করবে হিন্দুত্ববাদী এই সংগঠনটি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img