শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

জামাতার পদত্যাগের পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিলেন এরদোগান

স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়ে জামাতা বেরাত আল-বিরাকের পদত্যাগের পর তুরস্কের সাবেক বাজেট ও পরিকল্পনা কমিশন প্রধান লুতফি ইলভানকে দেশটির রাজস্ব এবং অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারি গেজেটের বরাতে ডেইলি সাবাহের খবরে এই তথ্য জানানো হয়েছে।

নুতন অর্থমন্ত্রী লুতফি ইলভান ২০০৭ সালের সাধারণ নির্বাচনে তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন। তিনি দেশটির মধ্য কারামান প্রদেশে একে পার্টির উপপ্রধানেরও দায়িত্ব পালন করেন।২০১১ সালে ইলভান আবারও পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। বাজেট ও পরিকল্পনা কমিশনের দায়িত্ব পালনের পর তাকে পরিবহন, নৌ ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

গত রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তুরস্কের অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাড়িয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগানের বড় জামাতা।

তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে বাবা-মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাব। এই সময়ে তারাই আমাকে বেশি সমর্থন দিয়েছেন। আমার উত্তরসূরি দৃঢ় ও আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের বড় এবং শক্তিশালী তুরস্ককে সামনে এগিয়ে নিয়ে যাবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img