শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

তালেবানদের সঙ্গে চুক্তি মোতাবেক আফগান ছেড়ে যাচ্ছে আমেরিকার ৮,৬০০ সৈন্য

তালেবানদের সাথে চুক্তি মোতাবেক আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বিশ্বের সুপার পাওয়ার আমেরিকার আট হাজার ছয়শত সৈন্যকে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, তালেবানদের সঙ্গে আলোচনা অনুযায়ী আফগানিস্তান থেকে প্রায় ৮ হাজার ৬০০ সৈন্য সরিয়ে নেয়া হয়েছে। এখন আমি আপনাদের বলতে পারি চুক্তি অনুযায়ী আমাদের শর্ত আমরা পূরণ করেছি।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেয়ার কথা, আমরা এখন সেটা করেছি। ২০২১ সালের মে মাস নাগাদ সকল সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি আকাঙ্ক্ষিত এবং শর্তসাপেক্ষ।

২৮ ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে আমেরিকা মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তানে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা কমানোর ব্যাপারে সম্মত হয়। চুক্তিতে বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে আমেরিকা ও অন্য সকল বিদেশী সৈন্য সরিয়ে নেয়া হবে।

২০০১ সালে আফগানিস্তানে আমেরিকার হামলার প্রায় ২০ বছর পরে এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশী সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

সূত্র: বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img