শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বগুড়ায় করোনাভাইরাসে আরও ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় বগুড়ায় করোনায় এবং উপসর্গ নিয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৪জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৭ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

আজ শুক্রবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনায় মারা যাওয়া ৪জনের মধ্যে বগুড়ার ৩জন। তারা হলেন- শাজাহানপুরের মাজেদা বেগম(৫৫), গাবতলীর মাহবুবুর রহমান(৬২) এবং সদরের সান্তনা খাতুন(৩৪)। এছাড়া বাকি একজন গাইবান্ধা জেলার।

১৯ আগষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ২জনের এবং এন্টিজেন পরীক্ষায় ২জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০জনের পজিটিভ এসেছে।

গত ২৪ ঘন্টায় মোট ২৬৪টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৩৯ জন। এর মধ্যে সদরের ২৮, গাবতলীর ৫, কাহালুর ৩, শেরপুর, আদমদীঘি ও শিবগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img