মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

হেফাজতে ইসলাম সংঘাতে যেতে চায় না: আল্লামা বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশ আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, নৈরাজ্য, সন্ত্রাস, অশান্তি আমরা চাই না। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়, শান্তির ধর্ম। হেফাজত শান্তিশৃঙ্খলা চায়, অশান্তি চায় না। বিশৃঙ্খলা চায় না। হেফাজত সংঘাতে যেতে চায় না।

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আল্লামা বাবুনগরী বলেন, কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করা হেফাজতে ইসলামের উদ্দেশ্য নয়। কেউ কেউ গুজব ছড়াচ্ছে, হেফাজতের উদ্দেশ্য অমুক দলকে ক্ষমতায় বসানো, নাউজুবিল্লাহ। আশাকরি,সরকার এ ধরনের গুজবে কান না দেবেন না।

তিনি বলেন, হেফাজত একটি শান্তিপূর্ণ, অরাজনৈতিক দল। সমস্ত মুসল্লি, ওলামায়ে-কেরাম হেফাজতের সদস্য। সমস্ত স্কুল, কলেজ, মাদরাসা, ভার্সিটির ছাত্র-শিক্ষক হেফাজতের সদস্য। সবাইকে নিয়ে হেফাজত করতেছি। হেফাজতে ইসলামের উদ্দেশ্য আকিদা, ঈমান, দ্বীন, ইসলামকে রক্ষা করা।

মুসলমানদের আকিদা, দ্বীন রক্ষা করা হেফাজতের উদ্দেশ্য। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে ২০১০ এ। গত ১১ বছরে কেউ প্রমাণ দিতে পারবে না, অমুক পার্টির সঙ্গে হেফাজতের সম্পর্ক ছিল। কেউ ইনশল্লাহ প্রমাণ দিতে পারবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img