শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

লকডাউনের সপ্তম দিন: রুটে ও ঘাটে বাড়ছে জনসমাগম

চলছে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের সপ্তম দিন। প্রথমে সপ্তাহব্যাপী এই লকডাউন ঘোষণা করা হলেও, পরবর্তীতে এটিকে বর্ধিত করে আরো এক সপ্তাহ বাড়ানো হয়। তবে চলমান এই লকডাউনে নগরবাসী কারণে-অকারণে ঘরের বাইরে বের হচ্ছে। কোথাও কোথাও সড়কের চিত্র দেখে বোঝার উপায়ই নেই যে, দেশে চলছে সর্বাত্মক লকডাউন।

বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকা এমন দৃশ্য দেখা যায়।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানুষের চলাচল নিয়ন্ত্রণে তৎপর দেখা গেছে। প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে ভেতরে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ সদস্যরা।

সন্তোষজনক কারণ বলতে না পারলে সেইসব যানবাহন ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রধান সড়কে রিকশাযোগে যাত্রী এলে যাত্রী নামিয়ে রিকশা ঘুরিয়ে দিয়েছেন পুলিশ সদস্যরা। যারা ভ্যাকসিন নিতে যাচ্ছেন তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img