শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কাবুলে দূতাবাস খুলতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন: আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনীতিক কার্যক্রম চালানোর জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়ন স্থায়ী দূতাবাস খুলতে যাচ্ছে বলে জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২১ জানুয়ারি) আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বলখির টুইট বার্তার বরাতে এ খবর দিয়েছে তোলো নিউজ।

টুইট বার্তায় আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তালেবান কর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠকের পর আফগানিস্তানের রাজধানী কাবুলে এ স্থায়ী দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের সাথে দূতাবাস খোলার বিষয়ে বোঝাপড়া হয়েছে।

আব্দুল কাহার বলখি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ২২০ মিলিয়ন ইউরোর মানবিক সাহায্য ছাড়াও অতিরিক্ত ২৬৮ মিলিয়ন ইউরো অর্থ দিয়ে সহায়তা করবে। এসব অর্থের একটা অংশ শিক্ষকদের বেতন পরিশোধে ব্যবহৃত হবে।

এ সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে তারা আফগানিস্তানে বেশ কয়েকটি প্রকল্প চালু করছে। এরপরেই এমন সংবাদ প্রকাশিত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img