শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আফগান সরকারের সাথে বৈঠক করতে কাবুলে পৌঁছেছে ভারতের প্রতিনিধি দল

তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো আলোচনার জন্য দেশটির রাজধানী কাবুল পৌঁছেছে ভারতীয় একটি প্রতিনিধি দল। এ দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা।

কাবুলে আফগান সরকারের সিনিয়র সদস্যদের সাথে বৈঠক করবেন তারা। এছাড়া আফগানিস্তানে মানবিক সহায়তার ব্যাপারে তারা একটি আলোচনা সভায় অংশ নেবেন বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই পাওয়া যায়।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, তাদের এ সফরের উদ্দেশ্য হলো আফগানিস্তানে মানবিক সহায়তা তদারকি করা। তারা সেখানে ত্রাণ সহায়তার কাজে নিয়োজিত আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথেও বৈঠক করবেন। এছাড়া সেখানে বাস্তবায়িত হতে থাকা ভারতের বিভিন্ন প্রোগ্রাম ও প্রকল্প পরিদর্শনে যেতে পারে প্রতিনিধি দল।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img