শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তি করায় সাবেক ৮ ভারতীয় নৌবাহিনীর সদস্যকে আটক করেছে কাতার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষে গোয়েন্দাবৃত্তির জন্য ভারতীয় নৌবাহিনীর সাবেক আট সদস্যকে আটক করেছে কাতার।

কাতারের গণমাধ্যমের বরাত দিয়ে ইসরাইলের গণমাধ্যম এই খবর দিয়েছে। তবে দোহা আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে তাও বলেনি।

আটক ব্যক্তিদের সবাই গত পাঁচ বছর ধরে কাতারে থেকে যাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালট্যান্সি নামে একটি কোম্পানির হয়ে কাজ করতেন। এর মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, কাতারে র রাষ্ট্রীয় সিকিউরিটি ব্যুরো এসব ব্যক্তিকে তাদের বাড়ি থেকে আটক করে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৭৪ দিন ধরে এসব ব্যক্তি আটক রয়েছে।

এদিকে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা জানিয়েছে, ওই আট ব্যক্তিকে মুক্ত করার জন্য ভারতের একজন কর্মকর্তা দোহা সফর করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারতীয় আট নাগরিকের আটকের বিষয়টি তাদের জানা আছে যারা কাতারের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছিলেন। তবে কোন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে তিনি তা পরিষ্কার করেননি।

আটক ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থন এবং পরামর্শ করার জন্য তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ দেয়া হয়েছে, পাশাপাশি পরিবারের লোকজনের সাথে দেখা কিংবা ফোনে কথা বলার সুযোগ দেয়া হয়।

গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আটক আট ব্যক্তিকেই নির্জন করা কক্ষে রাখা হয়েছে। এই ধরনের কারাকক্ষে নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেই রাখা হয়।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img