শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নকীব পদক পেলেন তিন গুণী সাহিত্যিক

শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় তিন সাহিত্যিককে ”নকীব পদক” প্রদান করেছে শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব।

আজ (১১ নভেম্বর) শুক্রবার বিকেলে বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদক প্রাপ্তরা হলেন, মাওলানা মহিউদ্দিন খাঁন রহ. (মরণোত্তর), মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী ও আহমেদ রিয়াজ।

এছাড়াও একই অনুষ্ঠানে নকীবের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।

নকীব সম্পাদকমণ্ডলীর সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে ও সম্পাদক সুলতান মাহমুদ এবং নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বেফাকুল মাদারিসিল আরাবিয়া মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান সনিক প্রাইম গ্রুপ প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, মাসিক মদিনা সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, শিশু সাহিত্যিক ও গল্পকার এনায়েত রসূল, উপস্থাপক শাহ ইফতেখার তারিক, হেফাজতে ইসলামের মিডিয়া বিষয়ক সমন্বয়ক ও ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দীন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ূন আইয়ুব, মাসুদুল কাদির প্রমুখ।

মাওলানা মহিউদ্দিন খাঁন রহ.-এর পদক গ্রহণ করছেন তাঁর ছেলে আহমদ বদরুদ্দীন খান
পদক গ্রহণ করছেন মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী
পদক গ্রহণ করছেন আহমেদ রিয়াজ
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের মিডিয়া বিষয়ক সমন্বয়ক ও ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img