শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আবারও পারমাণবিক হামলার হুমকি রাশিয়ার

ইউক্রেনের সাথে যুদ্ধে রাশিয়ার পরাজয় হলে তা পারমাণবিক যুদ্ধের দিকে যেতে পারে বলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট ও পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এই সতর্কবাণী দিয়েছেন তিনি।

মেদভেদেভ বলেছেন, প্রচলিত যুদ্ধে পারমাণবিক ক্ষমতাধর রাশিয়ার পরাজয় পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটাতে পারে। পরমাণু শক্তিধর দেশগুলো বড় ধরনের সংঘাতে কখনই হারেনি। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে।

কিয়েভকে কেন্দ্র করে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন।

এদিকে ন্যাটো জোটের সদস্যভূক্ত দেশগুলো ইউক্রেনের জন্য নতুন ভারী অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img