বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

সীমান্তে বাংলাদেশি যুবক ইবরাহীমকে গুলি করে হত্যা করল ভারতীয় বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে মুহাম্মাদ ইব্রাহিম (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর বিরুদ্ধে গুলি করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ইব্রাহিম ওই এলাকার ঢুলিপাড়া গ্রামের দুঃখ আলীর ছেলে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিমের চাচাতো ভাই শরিফুল ইসলাম একটি অনলাইন পত্রিকাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউকে না জানিয়ে মঙ্গলবার রাতেই ইব্রাহিম সীমান্ত এলাকায় যান। সকালে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানতে পারি, বিএসএফের গুলিতে তিনি নিহত হয়ে থাকতে পারেন। মরদেহ সীমান্তের ভারতীয় অংশে রয়েছে।

স্থনীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির মরদেহ এখনো সীমান্তের বাংলাদেশ অংশে ফেরত আনা হয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img