বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

রাষ্ট্রপতির সংলাপ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা: রিজভী

রাষ্ট্রপতির সংলাপ দেশের ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রাষ্ট্রপতি কিসের সংলাপ করছেন? তাহলে আবার কি হুদা মার্কা নির্বাচন হবে? আরেকটি রকিব মার্কা নির্বাচন হবে? হুদা মার্কা নির্বাচনে আমরা দেখেছি নিশিরাতের নির্বাচন, দিনের বেলায় কোনো নির্বাচন হয় না, রাতের অন্ধকারে নির্বাচন হয়।

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত খুলনা জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রকিব মার্কা নির্বাচনে দেখেছি চতুষ্পদ জন্তু ভোট কেন্দ্রে ঘুরে বেড়ায়, সেখানে ভোটাররা থাকেন না। এটা হলো পরিস্থিতি। তাহলে সংলাপের নামে যে ভেলকিবাজি করা হচ্ছে, সংলাপের নামে যে বায়োস্কোপ করা হচ্ছে তার জন্য জাতির কাছে একদিন আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে।

রুহুল কবির রিজভী বলেন, আজকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরু করছেন। আমি শুধু এটুকু বলতে চাই, রাষ্ট্রপতি তো দেশের অভিভাবক। তিনি অভিভাবক যদি হন জাতি কী চায়, তাদের আকাঙ্ক্ষা কী, তাদের কণ্ঠ থেকে কী শব্দ বের হচ্ছে এটা তো তার উপলব্ধি করা উচিত।

তিনি আরও বলেন, আজকের এ অবৈধ সরকারের পক্ষ হয়ে রাষ্ট্রপতি যে সংলাপ করছেন এটা সম্পূর্ণরূপে জনগণের প্রতি এবং দেশের ভোটারদের প্রতি বিশ্বাসঘাতকতা। রাষ্ট্রপতি এ সরকারেরই রাষ্ট্রপতি। এই পার্লামেন্টের কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি তিনি তো তাদেরই রাষ্ট্রপতি। তিনি তো সরকারের বাইরে কিছু করবেন না। আর সরকারের কথা শোনা মানেই আরেকটি হুদা মার্কা, আরেকটি রকিব মার্কা নির্বাচন। সুতরাং অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার দরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img