প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
রোববার আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর দফতর বিষয়টি নিশ্চিত করলেও আমিরাত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে গত বছর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়।
সূত্র : রয়টার্স