ভারতের দিল্লির একটি আদালত চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। পরে আদালতের শুনানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হয়। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী নিহত হয়।