গত ছয় মাসে নারী, শিশুসহ ৫ হাজার ৪২৬ ফিলিস্তিনিকে আটক করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত মে মাসে সবচেয়ে বেশি সংখ্যক তথা তিন হাজার এক শ’ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরাইল।
ফিলিস্তিনের এনজিও সংগঠন দ্যা কমিশন অব ডিটেইনি অ্যাফেয়ারস, দ্যা ফিলিস্তিনিয়ান প্রিজনার সোসাইটি, দ্যা আডডামির প্রিজনার সাপোর্ট, হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন ও দ্যা ওয়াদি হিলওয়েহ ইনফরমেশন সেন্টার জানায়, এ বছরের শুরু থেকে ফিলিস্তিনের ৮৫৪ শিশু ও ১০৭ নারীকে আটক করেছে ইসরাইল।
এক বিবৃতিতে ফিলিস্তিনি এনজিওগুলো জানায়, জেরুসালেম থেকে সবচেয়ে বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল। মোট এক হাজার ৬৯৯ ফিলিস্তিনিকে জেরুসালেম থেকে আটক করা হয়। ইসরাইলের অভ্যন্তরে থাকা আরব শহর ও জেরুসালেম থেকে আটক করা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু কতজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, তা স্পষ্ট করে বলেনি ইসরাইল।
আগের বছরের প্রথম ছয় মাসে ইসরাইলি সেনাবাহিনী যত ফিলিস্তিনিকে আটক করেছে, এ বছরের প্রথম ছয় মাসে তার দ্বিগুণ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে এনজিওগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এনজিওগুলোর প্রতিবেদন মতে, ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চার হাজার ৮৫০ ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে বন্দী অবস্থায় আছে।
সূত্র: মিডলইস্ট মনিটর