পাকিস্তান-ঘোষিত ‘কাশ্মির সংহতি দিবস’-এর আদলে ৫ ফেব্রুয়ারিকে ‘কাশ্মির আমেরিকান ডে’ হিসেবে পালনের প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রাদেশিক আইনসভা।
নাদের সায়েঘ নামে এক সদস্য নিউইয়র্ক অ্যাসেম্বলিতে ৫ ফেব্রুয়ারিকে ‘কাশ্মির আমেরিকান ডে’ হিসেবে পালন করার প্রস্তাব পেশ করেন। ভোটাভুটিতে প্রস্তাব পাস হয়ে যায়।
বিষয়টি ভালোভাবে নেয়নি ভারত। দেশটি এ পদক্ষেপকে যথারীতি ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাকগলানো’ হিসেবে অভিহিত করেছে। এর প্রতিবাদও জানিয়েছেন তারা।
ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এরইমধ্যেই এর প্রতিবাদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, ‘ভারতের বৈচিত্র্যময় ঐক্য পৃথিবীর কাছে জলজ্যান্ত এক উদাহরণ। জম্মু-কাশ্মিরও যার অবিচ্ছেদ্য ও অপরিহার্য অঙ্গ। এই সিদ্ধান্ত ভারতীয় ঐতিহ্যে আঘাত হানবে। মানুষে মানুষে বিভেদ তৈরি করবে। আমরা এরইমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছি।’
এদিকে, নিউইয়র্ক অ্যাসেম্বলির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তারা এর আগেই ৫ ফেব্রুয়ারিকে ‘কাশ্মির সংহতি দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। স্থানীয় পাক কনসুলেট জেনারেল টুইট করে নাদের সায়েঘ এবং দ্য আমেরিকান পাকিস্তানি অ্যাডভোকেসি গ্রুপকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
এর মাঝেই সামনে এসেছে বেশ ইঙ্গিতপূর্ণ এক মন্তব্য। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখপাত্র জেড তারার জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট চান কাশ্মির সমস্যার দ্রুত সমাধান হোক। মানবাধিকার নিশ্চিত করা আমেরিকার অন্যতম প্রধান লক্ষ্য। বাইডেন চান গোটা দুনিয়াতেই তা অটুট থাক।
এই প্রসঙ্গে তিনি টেনে আনেন কাশ্মিরের ফোর-জি কানেকশনসহ অন্যান্য মানবাধিকার প্রসঙ্গ। যেখানে, যার যা সমস্যা আছে, সবাই মিলে একসঙ্গে মেটানোর বার্তাও নাকি দিয়েছেন বাইডেন। এরইমধ্যে কাশ্মিরে চালু হয়ে গেছে ফোর-জি নেটওয়ার্ক। তার সঙ্গে কি বাইডেনের উদ্বেগের কোনো যোগসূত্র আছে, উঠছে এই প্রশ্নও।
প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৫ ফেব্রুয়ারি ‘কাশ্মির সংহতি দিবসে’ বলেছেন, পাকিস্তানে যোগ দেওয়া বা স্বাধীন থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কেবল কাশ্মীরের জনগণ। ভবিষ্যতে পাকিস্তানের পক্ষে ভোট দিলেও তাদের জন্য এ সুযোগ থাকবে। ইমরান খান এ সময় মনে করিয়ে দেন, কাশ্মিরের জনগণের ইচ্ছায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার যে প্রতিশ্রুতি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় দিয়েছিল, তা রক্ষায় তারা ব্যর্থ হয়েছে। ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, কাশ্মীরের জনগণ নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে।
ইমরান বলেন, ‘অধিকৃত কাশ্মিরের জনগণের পাশে পুরো পাকিস্তান আছে এবং কেবল পাকিস্তানই নয়, মুসলিম বিশ্ব তাদের পাশে আছে।’
সূত্র: সাউথএশিয়ানমনিটর