বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

আফগানিস্তানে থাকা সামরিক সরঞ্জাম ফেরত চায় ট্রাম্প; যা বলছে আফগান সরকার

২০২১ সালে তড়িঘড়ি আফগানিস্তান ত্যাগের সময় বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম এবং যুদ্ধাস্ত্র ব্যবহারের অনুপযোগী অবস্থায় ফেলে রেখে যায় মার্কিন সৈন্যরা। পরবর্তী তিন বছরে আফগান সেনাবাহিনীর কর্মকর্তারা নিজেদের দক্ষতা ও প্রচেষ্টায় এসব সরঞ্জাম মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলেন। তবে, এসব সামরিক সরঞ্জাম কার্যকর হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র এগুলো ফেরত দেওয়ার দাবি জানিয়েছে, যা নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) এক বক্তব্যে এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, আফগানিস্তান যদি এসব সামরিক সরঞ্জাম ফেরত না দেয়, তবে দেশটিতে কোনো ধরনের মার্কিন সহায়তা প্রদান করা হবে না।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্ট মাসের পর থেকে আফগানিস্তানে ২.১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা দিয়েছে আমেরিকা।

এই সংখ্যার উদ্ধৃতি দিয়ে ট্রাম্প বলেন, “আপনি কি জানেন প্রতি বছর আমরা বিলিয়ন ডলার প্রদান করছি আফগানিস্তানকে। আপনি কি জানেন এটা.? তাদেরকে এটা বলুন, যদি তারা আফগানিস্তানের সামরিক সরঞ্জাম ফেরত না দেয়, তাহলে আমরা তাদেরকে এই ডলার প্রদান করব না।”

এদিকে, ট্রাম্পের এমন দাবির সমালোচনা করেছেন আফগানিস্তানের ডেপুটি অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজারী সহ বেশ কিছু বিশ্লেষক।

নাজারী বলেন, “সকল ক্ষেত্রে আফগানিস্তান একটি স্বাধীন ব্যবস্থাপনা রয়েছে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে। তাদের মনে রাখা উচিত আফগানিস্তান কখনোই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল নয়। এই ধরনের হুমকি আফগানিস্তানের উপর কোন প্রভাব ফেলবে না।”

অন্যদিকে, বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক বলছেন, মানবিক সংকটকে রাজনীতির সাথে কখনোই মেলানো উচিত নয়। আর ঠিক এই কাজটাই করার হুমকি দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img