বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির গুজবে সয়লাব ফেসবুক; ব্যবহৃত হচ্ছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের ছবি

আমেরিকা কর্তৃক নির্যাতিত ও কারারুদ্ধ মুসলিম নারী বিজ্ঞানী ড. আফিয়া সিদ্দিকীর মুক্তির গুজবে সয়লাব হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

সোমবার (২০ জানুয়ারি) ইনসাফের ফ্যাক্ট চেকিংয়ে গুজবের বিষয়টি উঠে আসে।

ফ্যাক্ট চেকিংয়ে দেখা যায়, ড. আফিয়া সিদ্দিকী মুক্তি পেয়েছেন দাবীতে ফেসবুকে যেসব নতুন ছবি শেয়ার দেওয়া হচ্ছে তার অধিকাংশই সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় ভোর রাতে মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারী বন্দীদের।

গুজবে চশমা পরিহিত ও মাথায় ফুলের মুকুট পরিহিত আলাদা আলাদা ২জন নারীর ছবি সর্বাধিক ব্যবহৃত হয়। এই ২ নারীর পরিচয় অনুসন্ধানে উঠে আসে যে, তারা দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দা। হিজাব ও চশমা পরিহিত নারীটি হলেন, রামাল্লাহর দুনয়া ইশতিয়াহ। মাথায় ফুলের মুকুট পরিহিতজন হলেন, ক্বামার শুজাইয়্যাহ। এদের দু’জনই ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার বন্দী বিনিময়ের আওতায় মুক্তি পান।

মুক্তি পাওয়া এই দু’জন ফিলিস্তিনি নারী সহ অন্যান্য নারী ও কিশোরীদের ভিডিও সাক্ষাতকারও প্রকাশ করে আল জাজিরা-মিশর, মিডল ইস্ট আই সহ বিভিন্ন সংবাদমাধ্যম। বিশেষত মিডল ইস্ট আইয়ের এক্স একাউন্টে তাদের পরিচয় সহ অনুভূতি প্রকাশের ভিডিও প্রকাশ করা হয়।

গুজব ছড়িয়ের পড়ার পেছনে ৩টি বিষয় অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। প্রথমত, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ী বক্তব্যে আফিয়া সিদ্দিকীর সাজা কমিয়ে মুক্তির ইঙ্গিত। দ্বিতীয়ত, তার মুক্তির ব্যাপারে সদ্য আমেরিকা যাওয়া প্রতিনিধি দল কর্তৃক শীগ্রই আফিয়া সিদ্দিকীর মুক্তির আশাবাদ। তৃতীয়ত, দীর্ঘদিন নির্যাতনের শিকার আফিয়া সিদ্দিকীর শীগ্রই মুক্তির তীব্র আশা সৃষ্টি ও একই সময়ে ফিলিস্তিনি নারী বন্দীদের মুক্তি।

এই ৩টি বিষয়ের যোগসূত্র ফেসবুক ব্যবহারকারীদের একটি অংশকে অসচেতন বানিয়ে দেয় এবং মুক্তি পাওয়া ফিলিস্তিনি নারী বন্দীদের ছবি আফিয়া সিদ্দিকীর বলে দ্রুত গ্রহণ করতে ভূমিকা রাখে। যা তাদের গুজব প্রচারের অংশ করে নেয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img