সম্প্রতি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দীককে দূর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছেন ইলন মাস্ক।
তিনি বলেছেন, লেবার পার্টির শিশুকল্যাণমন্ত্রী শিশু নিগ্রহকারীদের নিরাপত্তা দেয় এবং দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোষ্টে তিনি এ কথা বলেন।
যদিও টিউলিপ দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতেই পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন তিনি।