বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

উসমানীয় সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছেন এরদোগান; তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু ইসরাইলের

উসমানীয় খিলাফত পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এই উদ্যোগে তার সহযোগী হিসেবে থাকবে সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শাম (এইচটিএস)।

সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলের নাগেল কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের এই পদক্ষেপের জবাবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

উল্লেখ্য, নাগেল কমিটির প্রধান কাজ হলো ইসরাইলের প্রতিরক্ষা বাজেট ও সেনাবাহিনীর কৌশলগত অবস্থা পর্যবেক্ষণ করা। এছাড়া, আগামী দশ বছরে ইসরাইলি সেনাবাহিনীর কৌশলগত অবস্থার উন্নতি সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয় এই কমিটির পক্ষ থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, “তুরস্কের মাধ্যমে এই অঞ্চলে পুনরায় উসমানীয় প্রভাব বিস্তারের প্রচেষ্টা ইসরাইলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি করবে এবং তা সশস্ত্র সংঘাতে রূপ নিতে পারে। তাই ইসরাইলের উচিত অবিলম্বে তুরস্কের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা।”

নাগেল কমিটি আরও জানায়, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টিতে জ্বালানি হিসেবে কাজ করবে সিরিয়ার সুন্নি সংগঠন এইচটিএস। তাদের মতে, এই সংগঠনটি ইসরাইলের জন্য ইরানের চেয়েও অনেক বেশি ভয়ংকর হয়ে উঠতে পারে।

সূত্র: দি জেরুসালেম পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img