শনিবার, জানুয়ারি ৪, ২০২৫

সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই চাকরি করছেন আফগান নারীরা : অর্থ মন্ত্রণালয়

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নারীরা সরকারি ও বেসরকারি উভয় চাকরিতেই অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রহমান হাবিব।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দেশজুড়ে নারী উদ্যোক্তাদের জন্য এখন ছোট ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

হাবিব বলেন, “বর্তমানে নারীরা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই সক্রিয়ভাবে কাজ করছেন। ছোট ব্যবসা, হস্তশিল্প এবং অন্যান্য উদ্যোক্তা কার্যক্রমে নারীদের জন্য বিশেষ সুবিধা এবং নীতি গ্রহণ করা হয়েছে।”

এ বিষয়ে আফগানিস্তানের শিল্প ও বানিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন বছরে প্রায় দশ হাজারের কাছাকাছি নারীদের ব্যবসায়িক লাইসেন্স প্রদান করা হয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img