ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর সামরিক শাখা শহীদ ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে।
আল-কাসসাম ব্রিগেড জানায়, গাজ্জা উপত্যকার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে এই হেলিকপ্টারটিকে একটি “SAM-7” ক্ষেপণাস্ত্র দিয় গুলি করে ভূপাতিত করা হয়। এছাড়া অন্য একটি অভিযানে একজন যোদ্ধা জাবালিয়া শিবিরের পূর্বে একদল ইসরাইলি সৈন্যের ওপর একটি হাত গ্রেনেড নিক্ষেপ করলে তাদের বেশ কিছু সৈন্য হতাহত হয়েছে।
এর আগে বুধবার, শহীদ ইজ্জুদ্দীন আল-কাসসাম ব্রিগেড গাজ্জা উপত্যকার কেন্দ্রে একটি ইসরাইলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস এবং একটি ইসরাইলি ইভো ম্যাক্স ড্রোন ভূপাতিত করার কথা জানায়।
সূত্র: পার্সটুডে