আবারও দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ-এর সাংবাদিকতা কোর্স শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফকিরাপুলস্থ হোটেল সেন্ট্রাল ইন-এ (হোটেল রাহমানিয়া) কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
ক্লাসে উপস্থিত অর্ধশত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্বোধনী কথা বলেন ইনসাফ সম্পাদক ও কোর্স পরিচালক সাইয়েদ মাহফুজ খন্দকার। তিনি সংবাদ-সাংবাদিকতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে করণীয়সহ নানা দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।
এবারের কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, কবি ও গবেষক মুসা আল হাফিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শহিদুল হক, দিগন্ত টেলিভিশনের বার্তা প্রধান শাহিন হাসনাত, দিগন্ত টেলিভিশনের সংবাদ উপস্থাপক এএসএম ওয়াহিদুজ্জামান, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ পারভেজ, সংবাদ উপস্থাপক রায়হানুল কবির।
কোর্সটি প্রতি শুক্রবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। কোর্স শেষে উত্তীর্ণদের মাঝে মূল্যবান সনদ প্রদান করা হবে। এছাড়া কোর্স থেকে বাছাইকৃতদের শিক্ষানবিশ কোটায় চাকরির ব্যবস্থা করা হবে।
ভর্তির জন্য যোগাযোগ 01719564616 নাম্বারে। অথবা চলে আসুন নয়াপল্টনে অবস্থিত ইনসাফের কার্যালয়ে।