রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

আফগান সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৯ পাকিস্তানি সেনা এবং তিন বেসামরিক আফগান নাগরিক নিহত হয়েছে।

জানা যায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত ও পাকিস্তান সীমান্তবর্তী পাকতিয়া প্রদেশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। আফগান সীমান্তরক্ষী বাহিনী খোস্ত প্রদেশের আলি শির জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক পোস্টে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া পাকতিয়া প্রদেশের দান্দ-ই-পাতান জেলায় দুটি পাকিস্তানি পোস্ট দখল করেছে তারা।

দান্দ-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মর্টার শেলে তিন আফগান নাগরিক প্রাণ হারিয়েছে।

গত মঙ্গলবার রাতে পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাদের বিমান হামলায় নারী ও শিশুসহ ৫১ জন নিহত হওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img