দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ-এর উদ্যোগে ‘তথ্যসন্ত্রাসের কবলে উম্মাহ; আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুলস্থ হোটেল সেন্ট্রাল ইন-এ (হোটেল রাহমানিয়া) এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সিয়ান পাবলিকেশনের স্বত্বাধিকারী আহমাদ রফিক, ডা. শামসুল আরিফিন শক্তি, দিগন্ত টেলিভিশনের বার্তা প্রধান শাহীন হাসানাত, তালিমুদ্দীন ফিল্ম সোসাইটির শামীম আজাদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় লেখক পরিষদের সভাপতি সৈয়দ শামসুল হুদা, মুফতী ইমরানুল বারী সিরাজী, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আফজাল হোসাইন, খান প্রকাশনীর স্বত্বাধিকারী ইসহাক খান, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম, সমন্বয়ক আতাউর রহমান বিক্রমপুরী, ফয়জুল্লাহ মাহমুদ প্রমূখ।