আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রদেশটির বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে এসব হামলা চালায় পাকিস্তান। এতে বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে যায়।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার।
অন্যদিকে পাকিস্তান এখনও আনুষ্ঠানিকভাবে এ হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর সূত্রগুলোর দাবি, ‘সন্ত্রাসীদের’ আস্তানাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
সূত্র: খামা প্রেস এজেন্সি