জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা- আনরোয়ার প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেছেন, যেকোনো যুদ্ধেরই কিছু আইন ও নিয়ম-কানুন থাকে যার সবগুলোই গাজ্জায় লঙ্ঘন করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
তিনি রোববার (২২ ডিসেম্বর) নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন।
ফিলিপ লাজ্জারিনি বলেন, গাজ্জার স্কুল ও হাসপাতালগুলো এখন ইসরাইলি হামলার নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। এই পাশবিক হামলার ব্যাপারে নীরবতা ভাঙার জন্য গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, গাজ্জায় বহু আগে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা উচিত ছিল যাতে সেখানকার বেসামরিক মানুষগুলো একটু স্বস্তি পায় এবং পণন্দিদেরও মুক্ত করা যায়। যথেষ্ট সময় নষ্ট হয়েছে, এবার কিছু করা দরকার।
সূত্র: পার্সটুডে