শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

মোদি সরকারকে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার গাইডলাইন দিলো ভারতের সর্বোচ্চ আদালত

ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারকে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার গাইডলাইন বা দিকনির্দেশনা দিলো দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার (১৩ নভেম্বর) এই গাইডলাইন বা দিকনির্দেশনা জারি করা হয়।

ভারত সুপ্রিম কোর্টের বিআর গাভাই ও কেভি বিশ্বনাথনের নেতৃত্বাধীন বিচারপতি বেঞ্চ দিকনির্দেশনায় বলেন, সরকার বা সরকারের নির্বাহী বিভাগ বিচারকদের ন্যায় কিছু করার ও ঘরবাড়ি গুড়িয়ে লোকজনকে শাস্তি দেওয়ার অধিকার রাখেন না। সরকার কর্তৃপক্ষ একজন অপরাধীর জন্য পুরো পরিবারের আশ্রয় বিনাশের ক্ষমতা রাখে না। বাড়িঘর গুড়িয়ে দিতে সরকারকে গাইডলাইন মেনে চলতে হবে।

বাড়িঘর গুড়িয়ে দিতে সুপ্রিম কোর্টের গাইডলাইনে কিছু নতুন আইনও সংযুক্ত করা হয়। যেখানে গুড়িয়ে দেওয়ার বিষয়টি সুষ্ঠুভাবে ও নিরুপায় হয়ে প্রয়োগের প্রতি জোর দেওয়া হয়।

গাইডলাইন

১. ১৫ দিনের নোটিশ: বাড়িঘর গুড়িয়ে দেওয়ার ১৫ দিন পূর্বে নোটিশ দিতে হবে। এতে গুড়িয়ে দেওয়ার কারণের বর্ণনা থাকতে হবে। নোটিশটি অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে।

২. ডিজিটাল ট্র‍্যাকিং পোর্টাল: গুড়িয়ে দেওয়ার নোটিশের সত্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ মাসের মধ্যে একটি ডিজিটাল নোটিশ ট্র‍্যাকিং প্লাটফর্ম স্থাপন করতে হবে।

৩. আত্মপক্ষ সমর্থনের সুযোগ : চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার পূর্বে সম্পত্তির মালিককে অবশ্যই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

৪. সুস্পষ্ট যৌক্তিকতা: ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার নোটিশে অবশ্যই এর যৌক্তিকতার সুস্পষ্ট বিবরণ থাকতে হবে যে, কেনো ঘর গুড়িয়ে দেওয়াই একমাত্র সমাধান। কেনো এর বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। আংশিক ধ্বংসও সম্ভব নয় কেনো?

• এই নিয়ম লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালত অবমাননার অভিযোগে প্রয়োজনে শাস্তির মুখোমুখি হতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজন মাফিক ক্ষতিপূরণ দিতে হবে।

•নাগরিক অধিকার রক্ষা ও সাংবিধানিক গণতন্ত্র বজায় রাখতে আইনের শাসন অপরিহার্য। আইনের লঙ্ঘন রাষ্ট্র ও সমাজে অনাচার বাড়িয়ে দেয়। তাই সরকারকে অবশ্যই প্রমাণ করতে হবে যে, সংশ্লিষ্ট বিষয়ে ঘরবাড়ি ধ্বংস কিংবা গুড়িয়ে দেওয়াই একমাত্র সমাধান।

এছাড়া কথায় কথায় ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ায় মোদি সরকারের সমালোচনাও করে দেশটির সর্বোচ্চ আদালত।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img