তোশাখানা-২ নামক নতুন মিথ্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির খালাসের আবেদন মঞ্জুর করেনি দেশটির বিশেষ আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খালাসের আবেদন খারিজ করে দেন ইসলামাবাদের বিশেষ কেন্দ্রীয় বিচারপতি শাহরুখ আরজামান্দ।
সংবাদমাধ্যমের তথ্যমতে, পাকিস্তানের বিশেষ কেন্দ্রীয় বিচারপতি শাহরুখ আরজামান্দ তোশাখানা মামলা-২ এর আজকের শুনানিতে ৮ নভেম্বর দেওয়া রায় বহাল রেখে সাবেক পাক প্রধান ও তার স্ত্রীর খালাসির আবেদন নামঞ্জুর করেন।
শুনানিতে ইমরান খানের স্ত্রী অনুপস্থিত থাকলেও ইমরান খানকে সশরীরে উপস্থিত করা হয়। বাকি শুনানি ১৮ নভেম্বর সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। এছাড়া রাষ্ট্র পক্ষের তরফে জানানো হয়, সোমবার খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন হতে পারে।
এর পূর্বে গত ৫ নভেম্বর বিশেষ কেন্দ্রীয় আদালতের বিচারপতি বেঞ্চে রাষ্ট্র পক্ষ ও বিবাদী পক্ষের শুনানি হয়। বিবাদী ইমরান খান ও বুশরা বিবির আইনজীবী খালাসির আবেদনের পক্ষে অতিরিক্ত দলিল-দস্তাবেজ দাখিলের সময় প্রার্থনা করলে আদালত সেই শুনানি ৮ নভেম্বর পর্যন্ত মুলতবি করে। পরবর্তীতে ৮ নভেম্বরের শুনানি ও দাখিলকৃত দলিল-দস্তাবেজের আলোকে রায় সংরক্ষণ করা হয়। যা আজকের শুনানি শেষেও বহাল রাখেন বিশেষ কেন্দ্রীয় বিচারপতি শাহরুখ আরজামান্দ।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ‘ইদ্দতে নেকাহ’ নামক তৎকালীন সর্বশেষ মামলায় আদালতের জামিন মঞ্জুরের মধ্যদিয়ে ইমরান খান ও স্ত্রী বুশরা বিবির চূড়ান্ত মুক্তির বিষয়টি যখন একপ্রকার নিশ্চিত, ঠিক তখনই নতুন করে আবার তাদের উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আদালত প্রাঙ্গণ ছাড়ার পূর্বেই তোশাখানা-২ নামে নতুন মামলায় জড়ানো হয়।
পাশাপাশি রাষ্ট্র নিয়ন্ত্রকের ভূমিকায় থাকা তুমুল সমালোচিত সেনা কর্তৃপক্ষের চাওয়া বাস্তবায়নে বিতর্কিত পুতুল সরকার সুপ্রিম কোর্ট ও ইসলামাবাদের মতো গুরুত্বপূর্ণ আদালতে বিচারপতি বাড়ানোরও সিদ্ধান্ত নেয়। যেনো ন্যায়ের পক্ষে থাকা বিচারকদের বিপরীতে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করা যায়। এজন্য নভেম্বরের শুরুতে ন্যাশনাল এসেম্বলি ও সিনেটে বিচারপতি সংখ্যা ও বাহিনী প্রধানদের মেয়াদ বৃদ্ধির বিল পাশ হয়। এসেম্বলিতে বিরোধী পক্ষকে মতামত বা আপত্তি জানানোর সুযোগ দেওয়া হলেও সিনেটে কোনো ধরণের সুযোগ না দিয়েই জোরপূর্বক বিলটি পাশ করা হয়।
বিলটির প্রধান লক্ষ্যণীয় বিষয় হলো, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যা ৩৪ ও ইসলামাবাদ হাইকোর্টের বিচারক সংখ্যা ১২ তে উন্নিত করা। ৩ বাহিনী প্রধানের মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছরে উন্নিত করা।
সূত্র: এআরওয়াই নিউজ