লেখক, প্রকাশক, গবেষক ও চিন্তকদের অংশগ্রহণে ইসলামী বইমেলায় অনুষ্ঠিত হয়েছে ‘আড্ডালাপ’-এর বিশেষ পর্ব।
বুধবার (১৩ নভেম্বর) ইনসাফের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকররমের পূর্বপাশে মেলা প্রাঙ্গণে আড্ডাপালের বিশেষ পর্বটি অনুষ্ঠিত হয়। এবারের আড্ডালাপের শিরোনাম ছিলো ‘বিপ্লবোত্তর ইসলামী বইমেলা’।
ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকারের পরিচালনায় আড্ডালাপে বক্তব্য রাখেন, লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদরীস, মাসিক মদিনার সম্পাদক ড: আহমদ বদরুদ্দীন খান, লেখক ও অনলাইন এক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, জাতীয় লেখক পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ শামছুল হুদা, লেখক মাওলানা এনামুল হক মাসউদ, বঙ্গভবন মসাজিদের খতিব মাওলানা জিয়াউর রহমান, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আফজাল হুসাইন, লেখক আসাদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়ক তসলিম ইসলাম অভি, রাহনুমা প্রকাশনীর এমডি দেওয়ান মাহমুদ তুষার, গার্ডিয়ান পাবলিকেশনের এএমডি মাহমুদুল হাসান, সমকালীন প্রকাশনীর স্বত্বাধিকারী আনাস মাহমুদ, মুফতী সানাউল্লাহ খান, মাওলানা আনাস বিন ইউসুফ, জামিল সিদ্দিকী, হুসাইন আমান প্রমুখ।