চাকরির জন্য নয়, ব্যবসার জন্য ভাবুন, উদ্যোক্তা হয়ে নিজের জীবন গড়ুন; এ স্লোগানকে সামনে রেখে মধ্যবিত্ত শপের উদ্যোগে উদ্যেক্তা তৈরীর লক্ষ্যে উদ্যোক্তা কনভেনশ ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ৩টায় পল্টন টাওয়ারের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটোরিয়ামে মধ্যবিত্ত শপের উদ্যোগে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।
মাওলানা রুহুল আমীন সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে প্রধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন এয়ার সার্ভিসের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ আমিন।
আতাউল্লাহ আমিন বলেন, আমরা উদ্যোক্তা হতে চাই কম, ব্যবসায়ী হতে চাই বেশি। অথচ আমাদেরকে ব্যবসায়ী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার প্রতিও বেশি গুরুত্ব দেয়া দরকার।
অনুষ্ঠানে কওমী উদ্যোক্তার ফাউন্ডার রোকন রাইয়ান বলেন, উদ্যোক্তা হবার জন্য পাঁচটি জিনিসের প্রয়োজন- সাহস, সততা, সশ্রম, সন্ধানী ও সুকৌশল।
মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বলেন, ব্যবসা বা উদ্যোক্তায় নামতে হলে হোচট আসতে পারে, কিন্তু সাহস হারানো যাবে না। আবার উঠে দাড়াবেন, দেখবেন অবশ্যই সফল হবেন। আর অন্যকে দেখে আগ্রহী হয়ে কিছু করতে যাবেন না। নিজের মধ্যে কী প্রতিভা আছে সেটা খুজে বের করুন। দেখবেন আপনি সফলতার পথ পাচ্ছেন।
কনভেনশনে ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে কনটেন্ট কিং প্রতিষ্ঠানের ফাউন্ডার মুহাম্মাদ ইকরাম বলেল, একজন উদ্যোক্তা হতে হলে মৌলিকভাবে যে যোগ্যতাগুলো থাকা দরকার-
১. সময়ের ভাষা বুঝতে হবে। সেই অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করতে হবে।
২. ক্রেতার মনোভাব বোঝার দক্ষতা থাকতে হবে।
৩. ক্রেতার সামনে পণ্যগুলোকে নিপুণভাবে ফুটিয়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রিসালাহ শপের স্বত্বাধিকারী ফখরুল ইসলাম তৌফিক, হামনাহ’র ফাউন্ডার আহমেদ আব্দুল্লাহ, তরুণ আলেম ও সংগঠক মোল্লা খালেদ সাইফুল্লাহ, ইঞ্জি. মোঃ রুবেল মাহমুদ, মুহা. রাশিদ আবিদ সৌরভ প্রমুখ।
উদ্যোক্তা কনভেনশনের আয়োজক মোঃ মাকছুদুক হক জাহিদ সকলকে উদ্যোক্তা হওয়ার প্রতি আগ্রহী হতে বলেন। সকলকে পাশে নিয়ে উদ্যোক্তা হবার সহযোগিতার আশ্বাস দেন।