বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

লেবাননের পূর্বাঞ্চলে ইসরাইলি হামলায় ৪০ জন নিহত

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল লেবাননে প্রধান শহর বালবেকসহ পূর্বাঞ্চলে হামলা চালিয়ে ৪০ জনকে হত্যা করেছে।

বুধবার (৭ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রথমিক হিসেব অনুসারে, বেকা উপত্যকা ও বালবেক-এ ইসরাইলের ধারাবাহিক হামলায় ৪০ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে।

এই সংখ্যার মধ্যে বালবেক শহরে ১১ জনের মধ্যে শিকান জেলায় ৯ জন নিহত হয়। শিয়া-সংখ্যাগরিষ্ঠ শহটিরর এক ঘনবসতিপূর্ণ সুন্নি এলাকায় ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠির আধিপত্য রয়েছে।

বালবেকে একজন এএফপি সংবাদদাতা দরিদ্র পাড়ায় হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে জীবিতদের সন্ধান করতে দেখেছেন বলে জানান। তিনি বলেন, নগরীর বিখ্যাত পালমিরা হোটেলের কাছাকাছি এক হামলায় হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সেখানে দুজন নিহত হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নাসরিয়াহ গ্রামে হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও ধ্বংসস্তুপ অপসারণ অভিযান অব্যাহত রয়েছে। ইসরাইলের সেনাবাহিনী লেবাননের পূর্বাঞ্চলে সরে যাওয়ার সতর্কতা জারি করেনি।

দক্ষিণ লেবাননে আন্তঃসীমান্ত গুলি চালানোর এক বছর পর হিজবুল্লাহর শক্ত ঘাঁটি, বৈরুত এবং পূর্ব বেকা উপত্যকায় ২৩ সেপ্টেম্বর থেকে বিমান হামলা বাড়িয়েছে ইসরাইল। এর এক সপ্তাহ পরে দক্ষিণ লেবাননে স্থল সেনা পাঠায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বরে এক বছরেরও বেশি সংঘর্ষে লেবাননে কমপক্ষে ৩,০৫০ জন নিহত হয়েছে।

সূত্র : বাসস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img