শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো : অমিত শাহ

পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা আর থাকবে না। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দিবো। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টার্গেট করে কথা বলেন।

আজ রবিবার (২৭ অক্টোবর) বনগাঁয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র একটি অনুষ্ঠানে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি এসব কথা বলেন। শনিবার রাতে কলকাতায় এসেছেন তিনি।

অমিত শাহ বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে পাঁচ-ছ’হাজার মানুষ প্রতি দিন কল্যাণী এমসে চিকিৎসার জন্য আসেন। ২০২৬ সালে আপনারা পরিবর্তন এনে দিন রাজ্যে। বেআইনি অনুপ্রবেশ বন্ধ করে দেব। উন্নয়নই মোদী সরকারের একমাত্র লক্ষ্য।

পেট্রাপোল সীমান্তে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করার সময় তিনি বলেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে অনেক কাজ করেছেন। বাংলার মানুষের কিছু দাবি আছে। কিন্তু চিন্তা নেই, ২০২৬ সালের নির্বাচনের পর সেই দাবি মিটিয়ে দেবে বিজেপি সরকার।

এদিকে, কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, বাংলার প্রাপ্য টাকা দেয় না কেন্দ্র। শাহ বলেন, গত ১০ বছরে বাংলাকে কী দিয়েছেন মমতা? মোদী সরকার বাংলাকে গত ১০ বছরে দিয়েছে ৭.৭৪ লক্ষ কোটি টাকা। কিন্তু মোদীর দেওয়া টাকা বাংলায় এসে দুর্নীতির বলি হয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।

সূত্র : পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img