মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরাইলের ৪ সেনা নিহত, আহত ১৪

দক্ষিণ লেবাননের একটি গ্রামে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৪ সেনা নিহত ও ১৪ জন সেনা আহত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে।

নিহত সৈন্যদের নাম প্রকাশ করেছে আইডিএফ, ক্যাপ্টেন (রিজার্ভ) রাব্বি আব্রাহাম যোশেফ গোল্ডবার্গ (৪৩), মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) গিলাদ এলমালিয়াচ (৩০), ক্যাপ্টেন (রিজার্ভ) অমিত চাইউট (২৯) এবং মেজর (রিজার্ভ) এলিয়াভ আব্রাম আবিতবোল (৩৬)। তারা সবাই আলন ব্রিগেডের ৮২০৭তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এছাড়াও শনিবারের ওই সংঘর্ষে তিনজন হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হন।

সর্বশেষ এ সংঘর্ষের ঘটনাটি আইডিএফের চলমান স্থল অভিযান ও হিজবুল্লাহর বিরুদ্ধে সীমান্ত সংঘাত গুরুতর এক নতুন ধাপে পরিণত হয়েছে।

সূত্র : টাইম অব ইসরাইল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img