মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

তেলআবিবে ইসরাইলি সেনাদের উপর ট্রাক হামলা; ৫৬ সেনা হতাহত

ইসরাইলের রাজধানী তেলআবিবের উত্তরে মোসাদ সদর দপ্তরের কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাক দিয়ে হামলা চালানো হয়েছে। এ হামলায় অন্তত ৫৬ জন ইসরাইলি সেনা হতাহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলা হয়, তেলআবিবের উত্তরে গ্লিলট সামরিক ঘাঁটির কাছে একটি বাসস্ট্যান্ডে ট্রাকটি দ্রুতগতিতে চালিয়ে ইসরাইলি সেনাদের ওপর উঠিয়ে দেওয়া হয়।

সংবাদ মাধ্যম আল-মায়াদিন জানিয়েছে, হামলায় অন্তত ৬ জন নিহত ও ৫০ জন ইসরাইলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

আল-মায়াদিনের আরও জানায়, এই হামলার পর আহতদের চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে পৌঁছেছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানায়, তাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেওয়ার জন্য জরুরি সেবা প্রদান করছেন এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img