উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত জোট ব্রিকসের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে চায় তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
গত বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের এ কথা জানান তুরস্কের প্রেসিডেন্ট।
এরদোগান বলেন, “আমরা আন্তরিকভাবে ব্রিকসের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চাই। ব্রিকসের অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তার উল্লেখযোগ্য অংশ তুরস্কের মত জি-২০ জোটেরও সদস্য। এই বড় অংশটি পৃথিবীর প্রায় ৩০% জায়গা নিয়ে গঠিত।
তিনি আরো বলেন, “ব্রিকসের সদস্যভূক্ত দেশগুলো পৃথিবীর ৪৫% জনগণের প্রতিনিধিত্ব করে। একই সঙ্গে বিশ্বের ৪০ শতাংশ তেল উত্তোলন করে থাকে এই দেশগুলো। শুধু তাই নয়, বিশ্বের ২৫ শতাংশ বৈশ্বিক পণ্য রপ্তানিও করে থাকে তারা।”
উল্লেখ্য, তুরস্ক ব্রিকসের সদস্যভুক্ত দেশ নয়। তবে ব্রিকসের ১৬ তম সম্মেলনে সদস্য হতে আগ্রহী এমন দেশগুলোকেও আমন্ত্রণ জানানো হয়। যার অংশ হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করে তুরস্ক।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড