বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

ভয়াবহ মানসিক ঝড়ের জন্য ইসরাইলকে প্রস্তুত থাকতে বললেন কাসসাম মুখপাত্র আবু উবায়দা

নতুন বিবৃতি প্রকাশ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে যাওয়া ফিলিস্তিন স্বাধীনতাকামী হামাসের সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।

শনিবার (২৩ নভেম্বর) কাসসাম মুখপাত্র কমান্ডার আবু উবায়দা একটি বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, উত্তর গাজ্জায় বন্দীদের নিরাপত্তায় থাকা মুজাহিদীনের সাথে সপ্তাহ খানেকের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের পর আজ আমরা নিশ্চিত হয়েছি যে, উত্তর গাজ্জায় ইসরাইলী জায়োনিস্টদের নৃশংস আগ্রাসনের জেরে তাদের এক নারী বন্দীর মৃত্যু হয়েছে। অপর এক নারী বন্দীর জীবনও বর্তমানে বিপন্ন হওয়ার জোর আশঙ্কা রয়েছে, যে তার সাথে একসাথে আটক ছিলো।

নিজ বন্দীদের মৃত্যুর জন্য যুদ্ধাপরাধী নেতানিয়াহু, তার সরকার ও সন্ত্রাসী বাহিনীর কমান্ডাররা সম্পূর্ণভাবে দায়ী। এরাই তারা, যারা নিজ বন্দীদের যন্ত্রণা,দুর্দশা ও মৃত্যুর জন্য একগুয়েমি করে যাচ্ছে। একগুয়েমিকে প্রাধান্য দিচ্ছে।

বিস্তৃত পরিসরে ধ্বংস ও হত্যাযজ্ঞ চালানোর ফলে মারা যাওয়া বন্দী ও নিখোঁজ হয়ে যাওয়া লাশের জন্য যে ভয়াবহ মানসিক ঝড় বয়ে যাবে এর জন্য শত্রুদের প্রস্তুত থাকতে হবে।

সূত্র: হামাস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img