তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থার সদর দপ্তরে (টিইউএসএএস) ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত ২ জন সন্ত্রাসীকে ‘নিষ্ক্রিয়’ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই সন্ত্রাসী হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৪ জন গুরুতর আহত হয়েছেন।
এক এক্স বার্তায় এ বিষয়টি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
প্রসঙ্গত, বোমা হামলার ঘটনায় সন্ত্রাসীদের বিষয়ে ‘নিষ্ক্রিয়’ শব্দটি ব্যবহার করে থাকে তুরস্ক। যার অর্থ হল – হয় সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে, না হয় গ্রেফতার করা হয়েছে অথবা গুরুতর আহত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, “আমি এই জঘন্য হামলার নিন্দা জানাই। শেষ সন্ত্রাসী নির্মূল না হওয়া পর্যন্ত দৃঢ়তা ও সংকল্প নিয়ে আমাদের সংগ্রাম চলবে।”
উল্লেখ্য, আজ বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে রাজধানী আঙ্কারার উপকণ্ঠে অবস্থিত এই প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনা ঘটে। এটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে জানিয়েছে তুরস্কের হাবারতুর্ক নামে একটি টেলিভিশন। স্থানীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বিস্ফোরণের শব্দের পর সেখানে গোলাগুলি আওয়াজ পাওয়া গেছে।