লেবাননের হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর ধারণা করা হচ্ছিল শিয়া সশস্ত্র গোষ্ঠীটির নতুন নেতা হিসেবে নির্বাচিত হবেন হাসেম সাঈফ উদ্দিন। তবে হিজবুল্লাহর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান এই নেতাকে তিন সপ্তাহ আগেই হত্যা করা হয়েছে বলে দাবী জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) এক এক্স বার্তায় এ দাবি জানানো হয়।
এক্স বার্তায় বলা হয়, প্রায় তিন সপ্তাহ আগে হিজবুল্লাহর প্রধান গোয়েন্দা সদর দফতরে হামলা চালায় ইসরাইলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর এক্সিকিউটিভ কাউন্সিলের প্রধান হাশেম সাফিউদ্দীন এবং হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতরের কমান্ডার আলী হুসেইন হাজিমা।
তবে ইসরাইলের এমন দাবির বিপরীতে এখনো পর্যন্ত কোন কিছু জানায়নি হিজবুল্লাহ।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের ২৭ তারিখ লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যা করে ইসরাইল। এরপর থেকে হাশেম সাফিউদ্দীনকে পরবর্তী হিজবুল্লার সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছিল।