বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ঈমানী চেতনা বিরোধী কর্মকাণ্ড রুখে দিয়ে কল্যাণরাষ্ট্র বিনির্মাণে অবদান রাখতে হবে: মাওলানা ইসলামাবাদী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ ইসলামী যুবসমাজের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী অসংখ্য ছাত্র-জনতা ও আলেম-ওলামার তাজারক্তের বিনিময়ে স্বৈরতান্ত্রিক সরকার ও আধিপত্যবাদী অপশক্তির কবল থেকে দেশ মুক্ত হয়েছে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে মজলুমানের রক্তার্জিত এ বিজয়কে সংহত করতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। এক্ষেত্রে পতিত ফ্যাসিবাদ ও নাস্তিক্যবাদী শক্তির প্রেতাত্মারা যেন ঈমানী চেতনা বিরোধী কোন কর্মকান্ডের মাধ্যমে রাষ্ট্রে নতুন কোন সঙ্কট সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে যুবসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৪ টায় শহরের এক হোটেলের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা শাখা আয়োজিত “ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানোত্তর কল্যাণরাষ্ট্র বিনির্মাণে যুবসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। বিশেষ অতিথি ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, চট্টগ্রাম মহানগরের মাওলানা মোশতাক আহমদ।

আলোচনা সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল হামিদ, মাওলানা যায়নুল আবেদীন, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা আতাউল্লাহ, মাওলানা আব্দুল করিম, মাওলানা জসিম উদ্দিন, জেলা ইসলামী ছাত্রসমাজের অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img