বুধবার লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত ২৪ ঘন্টায় চালানো এসব হামলায় অন্তত ৪৬ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধ শতাধিক।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে, গতরাতে লেবাননের মাটিতে রীতিমতো তান্ডব চালিয়েছে ইসরাইল। বোমার আঘাতে মাটির সাথে মিশে গেছে মধ্য বৈরুতের বেসামরিক ভবন গুলো।
এদিকে, লেবাননে স্থল আক্রমণ করতে গিয়ে হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে ধরাশায়ী হয়েছে ইসরাইলি বাহিনী। কমপক্ষে আটজন সেনা সদস্যের মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সূত্র: দি বিজনেস স্ট্যান্ডার্ড