মাওনা হাইওয়ে থানা ঘেরাও করেছে আন্দোলনকারীরা। এসময় থানার কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
আজ শনিবার (৩ আগষ্ট) বিকেল পৌনে ৪টায় থানা ঘেরাও করে আন্দোলনকারীরা।
এর আগে দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাসের শেল ছোড়া হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় আট-নয় জন আহত হন।
বিকেল ৪টার দিকে মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ সংবাদ মাধ্যমকে জানান, এই মুহূর্তে মাওনা হাইওয়ে থানা ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা।
তিনি বলেন, মাওনা হাইওয়ে থানা পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। পুলিশের কয়েকটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে।
দুপুরে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের পর আন্দোলনকারীরা মাওনা চৌরাস্তায় তিনটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন।