মার্কিন মদদে গাজ্জা গণহত্যা চালিয়ে যাওয়া ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখার দৃঢ়তা ব্যক্ত করলো স্পেন।
শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোস ম্যানুয়েল আলবারেস।
তিনি বেশ জোর দিয়ে বলেন, স্পেন ইসরাইলকে অস্ত্র বিক্রি করে না। কারণ মধ্যপ্রাচ্যে অস্ত্রের দরকার নেই, দরকার শান্তির। অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলে অস্ত্র রপ্তানির লাইসেন্স নবায়ন করা হয়নি এবং নিশ্চিতভাবে এটিকে অব্যাহত রাখা হবে।
তিনি আরো বলেন, স্পেন ইসরাইলকে অস্ত্র বিক্রি তো করছেই না, সাথে ইসরাইলগামী অস্ত্রবাহী জাহাজও নিজেদের সীমানায় ভীড়তে দেয় না।
লেবানন ইস্যুতে তিনি বলেন, অবশ্যই লেবাননের সেনাবাহিনীকে সমর্থন করতে হবে। কেননা এটি দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতার স্তম্ভ। এছাড়া রেজুলেশন ১৭০১ এর পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২৩ এর অক্টোবরের শেষদিকে ইসরাইল থেকে পুলিশের জন্য অস্ত্র ক্রয় বাতিল করে স্পেন। গাজ্জা গণহত্যা শুরুর পর দেশটির স্বররাষ্ট্র মন্ত্রণালয় শুধু অস্ত্র ক্রয় বাতিল করেনি বরং বিক্রয়ের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে। যা এখনো কঠোরভাবে বহাল রেখেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর