মার্কিন মদদে চলমান গাজ্জা গণহত্যা থামাতে ব্যর্থ হওয়ায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মিত্র দেশগুলোর কঠোর সমালোচনা করলো আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি।
শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইসরাইল মিত্রদের সমালোচনা করেন পরিষদের মহাসচিব জাসিম মুহাম্মাদ আল বুদাইওয়ী।
তিনি বলেন, স্বয়ং পরাশক্তি ও ইসরাইলের ঘনিষ্ঠ মিত্ররাই তাদের বর্বর সামরিক অভিযান থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে, যা খুবই আশ্চর্যের! কেনো তারা দেশটির সরকারকে প্রভাবিত করতে ব্যর্থ হচ্ছে? তবে কি তারা একে অপরের প্রকৃত মিত্র নয়? পরাশক্তির দেশগুলো কি আদৌ পরাশক্তি?
ইসরাইলকে অবিলম্বে গাজ্জা গণহত্যা বন্ধের আহবান জানিয়ে তিনি বলেন, গাজ্জায় যে বর্বরতা চলছে ইসরাইলকে ও তাদের মিত্রদের এর সম্পূর্ণ দায়ভার গ্রহণ করতে হবে। এছাড়াও বলেন, গাজ্জায় যুদ্ধ বন্ধে আরব উপসাগরীয় ব্লক তাদের সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাবে।
জিসিসির আসন্ন সম্মেলন প্রসঙ্গে বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ অবস্থান তৈরি করতে পেরেছে আরব উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি। কোনো গোপন এজেন্ডা ছাড়াই আন্তর্জাতিক সম্প্রদায় একে নিজেদের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত অংশীদার মনে করে। আগামীকাল (রবিবার, ১ ডিসেম্বর) এর ৪৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য ফিলিস্তিনি সমস্যার ন্যায়সঙ্গত সমাধানের উপর জোর দেওয়া হবে।
উল্লেখ্য, আরব উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার লক্ষ্যে ১৯৮১ সালের ২৫ মে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এই ৬টি দেশ মিলে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার বছরই আবুধাবিতে এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর সদর দপ্তর সৌদির রাজধানী রিয়াদে অবস্থিত।
সূত্র: মিডল ইস্ট মনিটর