দেশব্যাপী প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত ব্যয় থেকে ৩ বিলিয়ন অর্থ সাশ্রয় করেছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রকিউরমেন্ট কমিশন।
শনিবার (৩০ নভেম্বর) আফগান ডেপুটি প্রধানমন্ত্রী (অর্থ) এর অফিসের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী প্রকল্প চুক্তির নির্ধারিত বাজেট থেকে ৩ বিলিয়ন অর্থ বাচাতে সক্ষম হয়েছে আমাদের জাতীয় প্রকিউরমেন্ট কমিশন। দেশজুড়ে ৩৭১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছিলো যার নির্ধারিত বাজেট ছিলো ৮৫ বিলিয়ন আফগানী। সাশ্রয়ী মূল্যে সংগ্রহ পদ্ধতি অবলম্বন, দক্ষতার সাথে ব্যবস্থাপনা ও তদারকির ফলে জাতীয় প্রকিউরমেন্ট কমিশন এই বিশাল অংকের অর্থ সাশ্রয় করতে সক্ষম হয়।
এতে আরো বলা হয়, দেশের উন্নয়নে খাতগুলোর পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়নকে প্রাধান্য দিচ্ছে ইমারাতে ইসলামিয়ার সরকার। অনুমোদিত ও চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে নগর অবকাঠামো, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, পরিবহন, পানি ব্যবস্থাপনা, বিদ্যুৎ, কৃষি, টেলিযোগাযোগ, বিশুদ্ধ খাবার পানি, রেলপথ নির্মাণ এবং পুনর্বাসন প্রকল্প। কাবুল সহ পুরো দেশেই এসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে৷
প্রকল্পগুলো জাতীয় অগ্রগতিকে উদ্দীপিত করার পাশাপাশি হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। জাতীয় প্রকিউরমেন্ট কমিশন প্রকল্পের প্রক্রিয়া ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা, অর্থনৈতিক দক্ষতা এবং সময়োপযোগী কর্ম সম্পাদনে জোর দিচ্ছে। দেশীয় পণ্যের ব্যবহারকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া প্রতিটি প্রদেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতি গুরুত্ব দিচ্ছে যেনো কার্যকরভাবে নাগরিকদের চাহিদা পূরণ করা যায়।
সূত্র: বাখতার